বার্তা৭১ ডটকমঃ আমিনবাজারে পবিত্র শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরের দেড় বছর পর অবশেষে চার্জশিট দেয়া হলো।
আলোচিত ঐ মামলায় ৬০০ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকীরা অজ্ঞাত। ঐ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন ছাত্র বেচেঁ যায় এবং তার নাম আল আমিন। ঘটনার পর দায়ের করা একটি ডাকাতি মামলায় আল আমিনকে আসামি করা হয়।
রবিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে দাখিল করা চার্জশিটে ডাকাতির মামলা থেকে আল আমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব) শরিফ উদ্দিন আহমেদ এই চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ২০১১ সালে শবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। এ ঘটনা নিয়ে পরে পত্র-পত্রিকায় ব্যাপক লেখালেখি হয়।