বার্তা৭১ ডটকমঃ বিশ্ব শান্তি কামনা করে শেষ হয়েছে আখেরি মোনাজাত। ক্ষমা ভিক্ষা-আত্মশুদ্ধির পাশাপাশি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে হাত তুলেছেন লাখো মুসল্লি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গীর তুরাগ তীর।
এদিকে জনসমুদ্রে পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ তীর। এতোটুকু তিল ধারণের জায়গা নেই ইজতেমা প্রাঙ্গণে। তাবলিগ জামাত আয়োজিত ৪৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো।
ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে দুপুর ১২ থেকে ১টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। প্রায় ৭০ লাখ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন।
এর আগে অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান। ভারতের হযরত মাওলানা সা’দ হেদায়েতি বয়ান করেন। তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরুব্বীদের পরামর্শের ভিত্তিতে তাবলিগ জামাতের দিল্লীর মারকাজের শূরা সদস্য হযরত মাওলানা জোবায়েরুল হাসান বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাতে শরিক হন। এদিকে হোন্ডা কারখানার ছাদে বিশেষভাবে তৈরি মঞ্চে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার আখেরি অংশ নেন।