বার্তা৭১ ডটকমঃ আগামী ১৯ জানুয়ারির মধ্যে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ৯ দফা দাবি মেনে না নিলে ২০ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রলপাম্প ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সংবাদ সম্মেলন থেকে এই হুমকি দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ জানুয়ারির মধ্যে দাবি মানা না হলে ২০ জানুয়ারি ভোর ৬টা থেকে পেট্রলপাম্পে জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক বলেন, এর আগে পাঁচবার ধর্মঘট দেয়া হয়েছে। জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবি সরকার আগেই মেনে নিয়েছে। এখন বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ বেড়ে গেছে। কমিশন না বাড়ালে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহজাহান প্রমুখ।