জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষকসহ তিন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগের আট কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলো- বাংলা বিভাগের সুমন ও শাহাদাৎ, অর্থনীতি বিভাগের সঞ্জীব বসাক ও মানিক, দর্শন বিভাগের প্রশান্ত ও হিরন্ময় রায় এবং ইসলামের ইতিহাস বিভাগের আতাউল গণি ইমন ও এসএম জোবায়ের হোসেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অফিস রুমে কাজ করছিলেন আবাসিক শিক্ষক মো. মিন্টু আলী বিশ্বাস। এসময় বহিষ্কৃত ছাত্ররা মিন্টুসহ আরও দুই শিক্ষকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত অছাত্রসুলভ আচরণ করে। এ ঘটনায় বুধবার দুপুরে ছাত্রলীগের ওই উচ্ছৃঙ্খল কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি বরাবর লাঞ্ছনার শিকার ওই শিক্ষকরা লিখিত অভিযোগ করেন। এরপরই ছাত্রলীগের ৮ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।