বার্তা৭১ ডটকমঃ জেলার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।সোমবার পৌষ সংক্রান্তি উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে। কাস্টমস ও বাংলাদেশের ব্যবসায়ীদের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে ওজন মাপার যন্ত্র বসানোয় স্থলবন্দরে পাথর রপ্তানিতে প্রভাব পড়েছে। এতে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
গত কয়েকদিন ধরে ৭-৮টি ট্রাকের বেশি পাথর ভারতে রপ্তানি হচ্ছে না। ফলে ব্যবসায়ীরা যেমন লোকসান গুণছেন তেমনি সরকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।