ঢাকা, ৩ মে: আইন করে হরতাল বন্ধ করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের এই দাবি বলে জানিয়েছে সংগঠনটি।
বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দুই দফায় পাঁচদিনের হরতালের পর অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ব্যবসায়ীরা বৃহস্পতিবার এ দাবি জানালেন।
এর আগে বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন এফবিসিসিআইয়ের সাবেক কয়েকজন সভাপতি ও বর্তমান সভাপতি। রুদ্ধদ্বার ওই সভায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন বলে কয়েকটি সংবাদ মাধমে প্রকাশিত হয়েছে।
অন্যদিকে মতিঝিলে এফবিসিসিআই ভবনে বৃহস্পতিবার সংগঠনের পরিচালনা পর্ষদের সভা হয়। সভা শেষে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ‘‘আমরা চাচ্ছি, সংসদে সবার প্রতিনিধিত্বে চিরতরে হরতাল বন্ধে আইন পাস করা হোক।’’
তিনি বলেন,‘‘আমরা দেখেছি, বেশিরভাগ মানুষই হরতাল পছন্দ করে না। কিন্তু যেভাবে হরতাল হচ্ছে, লোক মারা যাচ্ছে-এভাবে চলতে পারে না।’’
রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ ব্যাহত হচ্ছে উল্লেখ করে আজাদ বলেন, ‘‘প্রয়োজনে তারা প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।’’
পরিচালনা পর্ষদের বৈঠকের বিষয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘‘আমাদের পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে আদালতে যাওয়া, পেশাজীবীদের সঙ্গে বসা, মৌনমিছিল করা ইত্যাদি।’’
এসব প্রস্তাবের ভিত্তিতে একটি কার্যতালিকা প্রণয়ন করে সংগঠনটির সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান তিনি।