বার্তা৭১ ডটকমঃ রতের রাজধানী দিল্লির একটি আদালত তিন বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ৬০ বয়সী এক বৃদ্ধকে প্রাণদণ্ড দিয়েছে। দু’বছর আগে ধর্ষণের ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং ধর্ষণের সময় শিশুটি প্রাণ হারায়। শিশুটির বাবা একজন রিকশাচালক।
দিল্লির দ্রুত বিচার আদালতের বিচারক বীরেন্দ্র ভাট এ ঘটনাকে ‘খুবই বিরল’ হিসেবে অভিহিত করেন।
সরকারি কৌঁশূলির বিবরণ অনুযায়ী- ২০১১ সালের ১০ই এপ্রিল সন্ধ্যায় পশ্চিম দিল্লির কাপাশেরা এলাকায় নিজ বাড়ির বাইরে খেলা করছিল শিশুটি। কিন্তু এক সময় পথ হারিয়ে কাছাকাছি একটা খামার বাড়ির দিকে চলে যায় সে। এ সময় খামার বাড়ির একমাত্র প্রহরী শিশুটিকে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করে।
সরকারি কৌঁশূলি আদালতকে জানান, ধর্ষণের সময় শিশুটি প্রাণ হারায়। লোকটি যখন বুঝতে পারে মেয়েটি মারা গেছে তখন সে খামার বাড়ির একটি নির্জন এলাকায় শিশুটির লাশ ফেলে দেয়। অবশ্য রাস্তা নির্মাণের কাজে জড়িত শ্রমিকদের হাতে ধরা পড়ার ভয়ে সে লাশটি বাইরে ফেলতে পারেনি।
শিশুটি নিখোঁজ হয়েছে বলে প্রথমে থানায় ডাইরি করেছিলেন তার বাবা। এ ঘটনার দুই দিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।