প্রেম নওশীনের সাথে করলেও নির্মাতা ওয়াহিদ আনাম বিয়ে করেছেন লাক্স তারকা তাহসিনকে । এর মধ্যেই তাঁদের বিয়ের সবকিছু পারিবারিকভাবে চূড়ান্ত করা হয়েছে। বিয়ের প্রস্তুতি নিয়ে তাহসিন ও ওয়াহিদ ব্যস্ত সময় পার করছেন। আজ শুক্রবার দুপুরে ওয়াহিদ আনামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়ের ব্যাপারটি নিশ্চিত করেন।
ওয়াহিদ আনাম বলেন, ‘তাহসিনের সঙ্গে আমার প্রথম পরিচয় “ভার্সিটি” নামের একটি ধারাবাহিকে কাজ করার সময়। এরপর মাঝেমধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। মাস চারেক আগে কুয়াকাটায় “কিনারা” নামের একটি টেলিছবির কাজ করার সময় আমার পরিবারের সবার সঙ্গে তাহসিনের আলাপ-আলোচনা হয়। তারা তাহসিনকে ছেলের বউ হিসেবে পছন্দ করেন। এরপর দুই পরিবার থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অর্থে প্রেম বলতে তাহসিনের সঙ্গে তেমন কিছুই ছিল না।’
ওয়াহিদ আনাম যোগ করলেন, ‘আমার পছন্দের সঙ্গে মা ও খালার পছন্দ যোগ হওয়াতে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিই। এ এক অন্য রকম অনুভূতি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
ওয়াহিদ আনাম নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে ‘ফিল্ম ডিরেকশন’ নিয়ে পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা করার সময় ২০১০ সালের অক্টোবরে সেখানে তিনি ‘নিউইয়র্ক’ নামের একটি টেলিছবি নির্মাণ করেন। এ সময় তাঁর সঙ্গে পরিচয় হয় নওশীনের। সে সময় দেশের গণমাধ্যমে তাঁদের দুজনের বিয়ের খবর প্রকাশিত হয়। তবে ২০১১ সালের জানুয়ারিতে নওশীন ও ওয়াহিদ দুজনেই বিয়ের কথা অস্বীকার করেন, প্রেমের সম্পর্কের কথাটি তাঁরা গণমাধ্যমের কাছে স্বীকার করেন।
তখন ওয়াহিদ আনাম জানিয়েছিলেন, ‘নওশীনের সঙ্গে আমার পরিচয় প্রায় ছয় মাসের। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। নওশীনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে ঠিকই, কিন্তু সেটা এখনো বিয়ে পর্যন্ত গড়ায়নি। যদি বিয়ে করি তাহলে সবাইকে জানিয়েই করব।’অন্যদিকে নওশীন তখন বলেছিলেন, ‘আমি বিয়ে করিনি। তবে আমাদের সম্পর্ক বিয়েতে গড়াবে। যখন বিয়ে করব তখন সবাইকে অবশ্যই জানাব।’
অতীতের এই প্রেমের সম্পর্ক নিয়ে জানতে চাইলে ওয়াহিদ বলেন, ‘আমি আসলে তখন কিছু বুঝতাম না। তবে এটা ঠিক আমার ও নওশীনের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। আমি এখন আর ওসব নিয়ে ভাবতে চাই না। তা ছাড়া নওশীন এখন নিজেকে নিয়ে ব্যস্ত।’ বিয়ের সম্ভাব্য তারিখ সম্পর্কে ওয়াহিদ আনাম বলেন, ‘মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিয়ের দিনক্ষণ ঠিক করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে সেটা চূড়ান্ত করা হবে।’