নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও লেখিকা নবনীতা দেব সেনের কন্যা নন্দিতা সেন ছবিতে খোলামেলা অভিনয় করে ইতিমধ্যেই বিতর্কের শিরোনামে। চিত্রকর রাজা রবি ভার্মাকে নিয়ে পরিচালক কেতন মেহতার তৈরি ছবি, রঙ-রসিয়াতে নন্দনা নগ্নতাকে যেভাবে প্রকাশ করেছেন তা অনেকেই মেনে নিতে পারেনি। এজন্য তিনি প্রচুর হেট-মেইল ও হুমকিতে ভরা মেইল পেয়েছেন।
তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানোর পর সবাই নন্দনার অভিনয়ের প্রশংসা করেছেন। নন্দনা জানিয়েছেন, চলচ্চিত্রে নগ্নতা পরিবেশন করা যায় যদি তা ছবির গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। ছবিতে যেমন সাহসের সঙ্গে নন্দনা নগ্ন হয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছেন তেমনভাবেই সাহসের সঙ্গে সবাইকে জানিয়ে দিয়েছেন যে, ছবিতে নগ্ন হয়ে অভিনয় করতে তার কোন অসুবিধা হয়নি। সামান্যতম অস্বস্তি হয়নি তার। নন্দনা মনে করেন, কাহিনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে এবং পর্ণোগ্রাফির পর্যায়ে নিয়ে না গিয়ে যদি শৈল্পিকভাবে দেখানো হয় তাহলে নগ্নতাও পরিবেশনযোগ্য।
নন্দনা আরও বলেছেন, মেয়েদের শরীর দেখানোর মধ্যে কোন লজ্জার কিছু নেই। কেতন মেহতার ছবিটি প্রসঙ্গে নন্দনা বলেন, কেতন ছবিতে নগ্নতাকে চলচ্চিত্রের আঙ্গিকেই ধরতে চেয়েছে। এবং দৃশ্যটি ছবির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই এসেছে। আর ছবিতে মোটেই বাণিজ্যিক স্বার্থে নগ্নতার দৃশ্যাটি রাখা হয়নি। তাই আমার দৃশ্যটিকে অশ্লীল মনে হয়নি।
ছবির পরিচালক কেতন মেহতা নন্দনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মানবদেহের সঙ্গে লজ্জার কোন যোগ নেই। তিনি বলেন, ছবি যদি দাবি করে তবে নগ্নতা দেখানোর ব্যাপারে কোন দ্বিধা থাকা উচিত নয়। কেতন মনে করেন, ভারতীয় দর্শক চলচ্চিত্রে শৈল্পিকভাবে পরিবেশিত নগ্নতাকে গ্রহণ করতে তৈরি।