বড় বোন শিল্পার সাধ অনুষ্ঠান আর ছোট বোন শমিতা কি হাত গুটিয়ে থাকতে পারেন। একেবারে কোমর বেঁধে নেমেছেন বোনের সাধ অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে। আর কিছুদিন পর শিল্পার কোল আলো করে আসবে নতুন অতিথি। ন’মাসে হয়ে গেছে তাই সাধেরও তোড়জোড় শুরু হয়েছে।
সাধ নিয়ে শিল্পা বলেছেন, “সাধের বিষয়ে আমি কিছুই জানি না শমিতা আমাকে শুধু সময় আর দিনটি জানিয়েছে। আর আমাকে প্রস্তুত থাকতে বলেছে। গোটা অনুষ্ঠানের দায়িত্ব ওর।”
বলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ সাধ অনুষ্ঠান করতেই নাকি ফিটেস্ট শিল্পার হটেস্ট বোন শমিতা খাঁটছেন। ৩ মে বুধবার এই অনুষ্ঠান হবে শিল্পার মুম্বাইয়ের বাড়িতে।
শিল্পার সব ঘনিষ্ঠ বন্ধুরা আসবেন। বলিউডের তারকারাও আসবেন। ইতিমধ্যে রাভিনা টেন্ডন ও মান্যতা দত্ত তাদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান। শমিতার সঙ্গে এই অনুষ্ঠানে সাহায্য করবে শিল্পার সবচেয়ে কাছের দু’বন্ধু কিরণ বাওয়া ও রুপালি শাহ।
শমিতা জানিয়েছেন, নতুন অতিথির আগমণকে স্মরণীয় করে রাখতে গোলাপী ও নীল থিমের পার্টির কথা ভাবছেন তিনি। এই রঙের ঝলক দেখতে সবাইকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই অনুষ্ঠানে একেবারেই পুরুষ প্রবেশ নিষিদ্ধ।
এদিকে দারুণ সচেতন শিল্পা একবার চিকিৎসকের দুয়ার থেকে ঘুরে এসেছেন। সাধ অনুষ্ঠানে একটু সাজ, একটু হইচই করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কিনা তা জানতেই গিয়েছিলেন। চিকিৎসক জানিয়েছেন, একদম চিন্তার কোনো কারণ নেই পুরোদমে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন শিল্পা।