বাংলা ছবিতে ডার্টি গার্ল হচ্ছেন বলিউডের সাহসী অভিনেত্রী রাখী সাওয়ান্ত। বিদ্যা বালান অভিনীত সাড়া জাগানো দ্য ডার্টি পিকচারের বাংলা ভারসনে অভিনয় করতে চলেছেন রাখী। টলিউড সূত্রে এ খবর জানা গেছে। ইতিমধ্যে রাখী বাংলা ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
সেই সঙ্গে জানিয়েছেন, এ ছবি দিয়ে বাংলা জয় করাই আমার লক্ষ্য। এর আগে শতাব্দী রায় পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবিতে রাখী একটি আইটেম নাম্বার করেছেন। তবে এবার শতাব্দীর পরিচালনাতেই ফের অভিনয় করতে চলেছেন রাখী। তিনি জানিয়েছেন, ছবিটির নামকরণ এখনও হয়নি। তবে সেটি যে দ্য ডার্টি পিকচারের বাংলা রূপান্তর হতে চলেছে তার ইঙ্গিত দিয়েছেন রাখী। ছবিটির পরিচালক হিসেবে শতাব্দীর সঙ্গে থাকবেন তাপস পালও। ছবিতে ডার্টি পিকচারের নাসিরুদ্দিনের জায়গায় ভিক্টর ব্যানার্জির নাম ভাবা হচ্ছে। তুষারের চরিত্রে অভিনয় করবেন জীৎ। ইমরান হাশমির চরিত্রে প্রসেনজিৎকে আনা যায় কি-না সে চেষ্টা চলছে। এই ছবিতেও বাপ্পী লাহিড়ীকেই সংগীত পরিচালকের প্রস্তাব দেয়ার কথা পরিচালকদের বলেছেন রাখী। রাখী দাবি করেছেন, তিনিই একমাত্র সঠিক অর্থে আইটেম গার্ল। তাদের মনস্তত্ত্বটা তারই একমাত্র জানা বলে দাবি করেছেন রাখী। তার আরও দাবি, বিদ্যা বালান তাকেই নকল করেছে। তবে ডার্টি পিকচারে বিদ্যা বালান যে ভাল অভিনয় করেছেন পাশাপাশি সেকথাও রাখী স্বীকার করেছেন। রাখীর মতে, এখন শাড়ি পরার দিন ফুরিয়েছে, এখন শাড়ি উতারনে কা জমানা আ গিয়া। আর ডার্টি পিকচারে বিদ্যা সেটাই করেছে। তাই ছবিটি মানুষ দেখছে বলে জানিয়েছেন রাখী।
i like it