(এক) কেবল সামাজিক নেটওয়ার্কিং ও ব্লগনির্ভর ওয়েবসাইটগুলোতেই ইন্টারনেট-ব্যবহারকারীরা ওয়েব-ব্রাউজিংয়ের মোট সময়ের শতকরা প্রায় ১৭ ভাগ অতিবাহিত করে থাকেন। ২০০৯ সালের শুরুতে ব্যবহারকারীরা যে সময় ব্যয় করতেন, এ সংখ্যা তার প্রায় ৩ গুণ।
(দুই) মহিলারা চোখের পানি ফেলার ক্ষেত্রে পুরুষদের তুলনায় বেশ এগিয়ে। দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করার প্রবণতাও রয়েছে অনেকের মধ্যে। ব্যতিক্রমী এক জরিপে দেখা গেছে, আধুনিক যুগের নানা প্রতিকূলতায় বিধ্বস্ত হয়ে তুলনামূলক বেশি অনুভূতিপ্রবণ বা সংবেদনশীল পুরুষরা বছরে গড়ে প্রায় ১৭ বার তাদের অশ্রু বিসর্জন করে থাকেন।
(তিন) সপ্তদশ শতাব্দীতে ইংরেজি সাহিত্যের প্রাণপুরুষ উইলিয়াম শেক্সপীয়ার সর্বমোট ১৭টি কমেডি বা মিলনান্ত নাটক রচনা করেছিলেন। তার লেখা ট্রাজেডি বা বিয়োগান্ত নাটক ‘হ্যামলেট’ পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্মের মধ্যে অন্যতম একটি। শেক্সপীয়ারের যুগে সুদীর্ঘ ১৭ বছর একটানা হ্যামলেট নাটকটি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল।
(চার) ইতিহাসের বহুল আলোচিত রাজা তুতেন খামেনের সংরক্ষিত মমিটি মোড়ানোর জন্য ১৭টি আচ্ছাদন ব্যবহার করা হয়েছিল।
(পাঁচ) ‘টাইটানিক’ চলচ্চিত্রটি নির্মাণ করে আগে থেকেই বিশ্বনন্দিত তিনি। বহু বছর সবচেয়ে ব্যবসা-সফল পরিচালকও ছিলেন। তিনি আর কেউ নন- জেমস ক্যামেরন। আরও এক বিস্ময়ে তাক লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে। সাম্রাজ্যবাদের রূপক গল্প নিয়ে নির্মিত অ্যানিমেশননির্ভর চলচ্চিত্র ‘অ্যাভাটার’ মুক্তি পাওয়ার মাত্র ১৭ দিনের মাথায় বিশ্বব্যাপী আয় করেছিল ১ বিলিয়ন বা ১শ’ কোটি ডলার।