অ্যাপলের ‘দ্য নিউ আইপ্যাড’কে ‘হট’ বা গরম পণ্য বলছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ পণ্যটি বাজারে দেদার বিক্রি হচ্ছে। অবশ্য এটি আরেক দিক থেকেও এখন ‘হট’। সম্প্রতি নিউ আইপ্যাডের ত্রুটি হিসেবে সমালোচকেরা অতিরিক্ত ‘হট’ বা গরম হওয়ার কারণটিও খুঁজে বের করেছেন। তবে আইপ্যাডের এই ‘হট’ বা গরম হয়ে যাওয়ার বিষয়টিকে অন্য কাজে লাগানোর উপায়ও বের করে ফেলেছেন প্রযুক্তি গবেষকেরা। সম্প্রতি নিউ আইপ্যাডের জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডেভেলপার প্রতিষ্ঠান প্রাইমারি কফি। টিএনএন এক খবরে জানিয়েছে, নিউ আইপ্যাডে প্রাইমারি কফির তৈরি ‘হটপ্যাড’ নামের একটি অ্যাপ্লিকেশন চালু করে দীর্ঘ সময় ধরে কফি গরম রাখা যাবে।
প্রাইমারি কফি নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, হটপ্যাড অ্যাপ্লিকেশনটি আইপ্যাড প্রসেসরের গতি বাড়িয়ে দেয় এবং ডিভাইসটিকে অতিরিক্ত গরম করে তোলে। টেবিলের ওপরে বা সমতল কোনো জায়গায় আইপ্যাড রেখে ব্রাউজার থেকে ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে হটপ্যাড চালু করলে প্রসেসরের গতি বেড়ে যাবে। যখন প্রসেসরের গতি শতভাগে পৌঁছাবে, তখন আইপ্যাডের ওপর ডিজিটাল হিট কয়েল রেখে কফির কাপ বসিয়ে দিলেই গরম হতে থাকবে কফি!
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, অধিকাংশ ডিভাইসের ক্ষেত্রেই অতিরিক্ত সময় ধরে থ্রিডি গেম খেলা হলে তা গরম হতে পারে। নিউ আইপ্যাডের ক্ষেত্রে গরম হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে বসানো শক্তিশালী গ্রাফিকস চিপ ও বড় আকারের ব্যাটারি। তাই নিউ আইপ্যাড পুড়ে যাওয়ার মতো গরম না হওয়া পর্যন্ত সব ঠিকঠাক কাজ করবে বলেই গবেষকেরা ধারণা করছেন। একই মত অবশ্য অ্যাপলেরও।