ঢাকা, ২৩ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে ১১ হাজার ৭৫৯ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্য থেকে প্রথম ১০ হাজার কর্মী প্র্রাথমিকভাবে আগামী মার্চের প্রথম দিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন।
বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রীর উপস্থিতিতে লটারিতে তাদের নির্বাচিত করা হয়।
সরকারিভাবে মালয়েশিয়ায় গমনেচ্ছু প্রাথমিকভাবে নির্বাচিত কর্মীদের মধ্য থেকে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারাইজড পদ্ধতিতে চূড়ান্তপর্বের লটারি বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সারাদেশে নাম নিবন্ধন করা মোট ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জনের মধ্য থেকে লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত হন ৩৬ হাজার ৩৮ জন।
এ পর্যায়ে মালয়েশিয়া সরকারের নিকট থেকে প্রাপ্ত ১০ হাজার প্লান্টেশন কর্মী বাছাইয়ের উদ্দেশে ১১ হাজার ৭৫৯ জন কর্মী নির্বাচন করা হয়।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, বিএমইটি-এর মহাপরিচালক বেগম শামছুন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইনে দেশের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রসমূহে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন কার্যক্রম গত ১৩ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি শেষ হয়। জনসংখ্যার ভিত্তিতে দেশের প্রতিটি ইউনিয়নের জন্য প্রদত্ত কোটারভিত্তিতে সকল জেলা প্রশাসকের কার্যালয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অনুষ্ঠিত কম্পিউটারাইজড লটারির মাধ্যমে প্রাথমিক পর্যায়ের লটারি সম্পন্ন হয়েছে।
ঢাকা বিভাগে ৩ হাজার ৬৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ২৮৭ জন, খুলনা বিভাগে ১ হাজার ২৭৯ জন, রাজশাহী বিভাগে ১ হাজার ৫৫১ জন, বরিশাল বিভাগে ৭৬২ জন, সিলেট বিভাগে ৮৭৩ জন এবং রংপুর বিভাগে ১ হাজার ৩৬১ জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
লটারি শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘চূড়ান্তপর্বের লটারিতে নির্বাচিতদের প্রথম দফায় মালয়েশিয়া পাঠানো হবে এবং নিবন্ধিত ব্যক্তিদের পর্যায়ক্রমে মালয়েশিয়া থেকে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে প্রেরণ করা হবে।’