ঢাকা: এককভাবে বাংলাদেশের আয়োজনে ২০১৪ সালের ১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট। উদ্বোধনী অনুষ্ঠান একই বছরের ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে মোট ৫৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলোর মধ্যে পুরুষ খেলোয়ারদের ৩৯ টি ও মহিলাদের ১৫টি ম্যাচ থাকবে। এ খেলায় পুরুষদের ১৬ টি ও মহিলাদের ১০ দল অংশ নেবে ।
বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইসিসি ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধনী প্রস্তাবিত ম্যাচ ও বিকল্প ভেন্যু হিসেবে থাকছে শের-ই-বাংলা জাতীয় কিকেট স্টেডিয়াম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও মহিলা ইভেন্টের জন্য কক্সবাজার স্টেডিয়াম।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে রাখার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি বাফুফের নিয়ন্ত্রণে। আমরা প্রধানমন্ত্রী ও বাফুফের মতামত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।