ঢাকা: অনেক জল্পনা-কল্পনার পর ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রয় হজসন। এর ফলে তিনি ফ্যবিও ক্যাপোলোর স্থলাভিষিক্ত হচ্ছেন।
ক্যাপোলোর উত্তরসূরি হিসেবে অনেকের নাম আসলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন হজসনকেই যোগ্য মনে করেছেন। হজসন বর্তমানে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ওয়েষ্ট ব্রমউইচ ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন। জাতীয় দলের দায়িত্ব পালনের সাথে সাথে তার ব্রমউইচের কোচের দায়িত্ব ছেড়ে দিতে হবে।
৬৪ বছর বয়সী হজসন চার বছরের জন্য ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার সামনে অপেক্ষা করছে বিশাল চ্যালেজ্ঞ ইউরোপিয়ান কাপ ফুটবল ২০১২ সালের।
ব্যাক্তিজীবনে তিনি তিনটি ক্লাবকে আটটি শিরোপা জিতিয়েছেন তিনি। এছাড়া ফিনল্যান্ড, সুইজারল্যান্ড ও আরব আমিরাত দলের কোচের দায়িত্ব পালন করেছেন।