পুনে: জিততে জিততে হেরে গেলো পুনে ওয়ারিয়র্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার তারা এক রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।
মুম্বাই ইন্ডিয়ান্স: ১২০/৯ (২০ ওভার)
পুনে ওয়ারিয়র্স: ১১৯/৬ (২০ ওভার)
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স এক রানে জয়ী
শাহারা স্টেডিয়ামে কোন দলেরই রানের ক্ষুধা মেটেনি। মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভার শেষে নয় উইকেট করে ১২০ রান। ব্যক্তিগত সংগ্রহ বলতে শচীন টেন্ডুলকারের ৩৪, ফ্র্যাঙ্কলিনের ২৫ এবং কার্তিকের ১৮ রান। স্কোরগুলো এত ছোট ছিলো যে, বড় পুঁজির দিকে এগোতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। পুনের ভুবনেশ্বর কুমার এবং আশিস নেহরা দুটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে পুনের কোন ক্রিকেটারই সুবিধা মতো ব্যাট করেত পারেনি। উল্টো ঘরের মাঠে অতিথিদের হাতে নাকাল হয়েছে। মিথুন মানহাজ ছাড়া শোভন স্কোর পায়নি একজনও। মানহাজ করেন ৩৬ বলে ৪২ রান। এছাড়া রবীন উথাপ্পা ১৮, সৌরভ গাঙ্গুলী ১৬ এবং মাইকেল ক্লার্ক ১৪ রান করেন।