বার্তা৭১ ডটকমঃ ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করতে পারেননি বিএনপির প্রতিনিধি দল। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে তাদের কার্যালয়েই প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিনিধি দলের সদস্য বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ বিষয়ে বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পূর্বের সিডিউল অনুযায়ী আমরা ডিএমপি কার্যালয়ের গিয়েছিলাম। কিন্তু আমাদের কার্যালয়েই প্রবেশ করতে দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘পরে আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলে ফিরে আসি।’
প্রতিনিধি দলের মধ্যে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।