ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ওয়েন রুনির একটি গোল। ২০১১ সালের ফেব্রুয়ারিতে ওল্ডট্রাফোর্ডে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির জালে রুনির ওই গোল পেয়েছে ভোটারদের সবচেয়ে বেশি ভোট।
১০টি সেরা গোলের সংক্ষিপ্ত তালিকা থেকে রুনির গোলই সেরা নির্বাচিত হয়েছে। এতে ৩ লাখ ভোটার সেরা গোল নির্বাচনের পক্ষে ভোট দেন। এছাড়া সংক্ষিপ্ত তালিকায় ছিলো ম্যানইউর সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামের একটি গোল। ১৯৯৬ সালে উইমব্লেডনের বিপক্ষে এ গোল করেন বেকহাম। ২০০০ সালে আর্সেনাল ফরোয়ার্ড থিয়েরি অঁরির করা একটি গোলও ছিলো সেরার তালিকায়।
যাই হোক, ডার্বি ম্যাচে নানির পাস থেকে ৭৭ মিনিটে ওই গোল করেন রুনি। জয়সূচক দুর্দান্ত এই গোলের জন্য ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে রেডডেভিলসরা। ওই মৌসুমে ১৯তম শিরোপাও জেতে ম্যানইউ। পুরস্কার জেতার পর রুনি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেই বড় হয়েছি। তাই এই প্রতিযোগিতার ইতিহাসে সেরা গোলের পুরস্কার জেতা। সত্যি, আমার কাছে দারুণ এক ব্যাপার।’
ইংল্যান্ড জাতীয় দলের এই উইঙ্গার বলেন, ‘শিশু হিসেবে ঘরে বসে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়ার মতো অনেক চমৎকার গোল দেখেছি। আর অ্যালান শেয়ার, পাওলো ডি ক্যানিও, টোনি ইয়েবোয়া ও ডেভিড বেকহামদের মতো তারকাদের টপকে জয়ী হওয়া খুবই সম্মানের। আমাকে ভোট দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ।’
ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ বছর পূর্তি উপলক্ষে ৬টি বিভাগে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে লিগের ইতিহাসে সেরা গোলের পুরস্কার জেতে রুনির গোলটি।