বার্তা৭১ ডটকমঃ তিন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার থেকে কাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না মোবাইল ফোনে। আজ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রাত ১২টা পর্যন্ত দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক পর্যায়ে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ব্যক্তি হতে ব্যক্তি (পি টু পি), মার্চেন্ট পেমেন্ট ও মোবাইল টপ-আপের লেনদেন সীমা এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি করা যাবে না।
এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করা হয়েছে।