এমন একটি খবরের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না বলিউড অভিনেত্রী মুগ্ধা গডসে। ক’দিন আগে নেপালে গিয়ে যাদের সঙ্গে নতুন ছবির শ্যুটিং করে এসেছেন, সেই শ্যুটিং ইউনিটের কেউ আর বেঁচে নেই! নেপালে ভূকম্পনে শ্যুটিং ইউনিটের ৮ জনই মারা গেছেন।
নেপালের পোখরায় যেখানে শ্যুটিং হয়েছে, তার খুব কাছেই ছিল ভূকম্পনের উত্সস্থল। গত সপ্তাহেই শ্যুটিং সেরে ফিরে আসেন মুগ্ধা। কিন্তু শ্যুটিং ইউনিটের ৮জন নেপালেই ছিলেন। সোমবার সকালে সেই দুঃসংবাদ শুনে ট্যুইট করেন বলিউড অভিনেত্রী।
এদিকে তামিল ছবির আর এক অভিনেতাও মারা গেছেন নেপালের ভূমিকম্পে। তেলেগু ছবি এতাকরমের শ্যুটিং চলছিল নেপালে। ছবির সংগীত পরিচালক কিষেন জানিয়েছেন, সোমবারই মৃত্যু সংবাদ এসে পৌঁছে।
তামিল অভিনেতা কে বিজয় শ্যুটিং করে নেপালের হোটেলে ফিরছিলেন। সেসময় দুর্যোগের কবলে পড়ে তার গাড়ি। ওই অভিনেতা ছাড়াও গত ১৫ এপ্রিল হায়দরাবাদ থেকে ২০ জনের একটি ইউনিট গিয়েছিল নেপালের গোরখপুরে।
তবে অভিনেতা মারা গেলেও বাকিরা নিরাপদেই আছেন বলে জানা গেছে। দ্রুত অভিনেতার মরদেহ ফিরিয়ে আনার জন্য তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।