বার্তা৭১ ডটকমঃ নেপালে ভয়াবহ দুর্গতদের পাশে সোশ্যাল মিডিয়াও। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শনিবার দুপুরের পর থেকেই বিভিন্ন নতুন হ্যাশট্যাগে নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার আর্জি জানিয়েছেন নেটিজেনরা।
#প্রেফরনেপাল, #নেপালআর্থকোয়েক, #ক্যান্ডেললাইটভিজিল— এর মতো বিভিন্ন হ্যাটশ্যাগ তৈরি হয়েছে সারা দিনে। পাশাপাশি বিভিন্ন সংবাদ সংস্থা ও সংবাদমাধ্যমের অনলাইন সাইটে প্রকাশিত ছবিও বহু বার পোস্ট, রিপোস্ট ও শেয়ার করা হচ্ছে।- ওয়েবসাইট।