বার্তা৭১ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাথে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভা বিভাগীয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিভাগীয় চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী, অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, নাট্য ব্যক্তিত্ব রহমত আলী, ওয়াহীদা মল্লিক জলি এবং বিভাগীয় শিক্ষকম-লী উপস্থিত ছিলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে ঢাবি নাটমন্ডলের সংস্কার ও আধুনিকায়ন করা হবে। একইসাথে যৌথ কর্মসূচি গ্রহণের মাধ্যমে এ বিভাগের নাট্য প্রযোজনা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচার ও প্রসারের উদ্যোগ নেয়া হবে।
নাট্য গবেষণা উৎসাহিত করার ব্যাপারেও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ যৌথ উদ্যোগ গ্রহণের ব্যাপারে সভায় একমত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ঢাকা বি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের একাডেমিক, শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনায় অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উন্নয়নে সহযোগিতা করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারকে ধন্যবাদ জানান।