ঢাকা, ৪ মে: নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ইলিয়াস আলীকে জীবিত ফেরত, রিজভী আহমেদ, কামরুজ্জামান রতনসহ সারা দেশে গ্রেফতারকৃত যুবদল নেতাকর্মিদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৭ মে সোমবার সারা দেশে থানা ও পৌর যুবদলের উদ্যোগে মিছিল সমাবেশ ও ৮ মে মঙ্গলবার সারা দেশে জেলা ও মহানগর যুবদল মিছিল ও সমাবেশ করবে।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় আবদুস সালাম জানান, গত ৩০ এপ্রিল ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সচিবালয়ে বোমা হামলা ও বাসে আগুন দেয়ার মিথ্যা অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল অব. আ স ম হান্নান শাহসহ নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। তিনি এ মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।