খুলনা, ৩ মে: খুলনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দাকোপ উপজেলা ভাইস-চেয়ারম্যান জয়ন্তী রাণীকে নির্যানতের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।
এমপি ননী গোপাল জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ শেখ হারুন অর রশীদ আদালতকে প্রভাবিত করে এ আদেশের ব্যবস্থা করেন।
বিষয়টি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে জানাবেন বলেও তিনি জানান।
এদিকে, আওয়ামী লীগ নেতা ননী গোপালের অনুসারী সনৎ কুমার হুই বাচ্চু বাদী হয়ে জেলা পরিষদের সভাপতি শেখ হারুন আর রশীদসহ ৩৪ জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট শওকত হোসেনের আদালতে মামলা দেন।
আদালত মামলা গ্রহণ করে এএসপি দাকোপ সার্কেলকে আগামী ২৩ মে’র মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৩ এপ্রিলে দাকোপের শিংজোড়া গ্রামে চরকপূজা অনুষ্ঠানে আসামিরা দেবতাকে অবজ্ঞা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে জয়ন্তী রানীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।