বার্তা৭১ ডটকমঃ পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা প্রতিটি কাজ করেন পরিকল্পনা মাফিক। পরিকল্পনা না থাকলে জীবনে সফল হওয়া যায় না। সফল ব্যক্তিরা ঘুমাতো যাওয়ার আগেও ঠিক করে রাখেন তারা কি করবেন। চলুন জেনে নেই সফল ব্যক্তিরা ঘুমাতে যাওয়ার আগে ঠিক কি করেন…
জোয়েল গ্যাসকোয়েগনি হাঁটাহাঁটি করেন:
বাফারের সিইও জোয়েল গ্যাসকোয়েগনি ঘুমোতে যাওয়ার আগে কাজের চাপ থেকে নিজেকে দূরে রাখেন। এসময় তিনি শরীরকে খানিকটা ক্লান্ত করে তুলতে হাঁটতে যান। জোয়েলের মতে এটি একটি ভালো ঘুমের উপায়।
ফোন বন্ধ করে দেন লেখক আরিয়ানা হাফিঙটন:
ঘুমোতে যাওয়ার আগে নিজের সেল ফোন অন্যরুমে রেখে আসেন আরিয়ানা হাফিঙটন। আবার কখনও বা ফোন বন্ধ করে রাখেন তিনি। নিজেকে বিচ্ছিন্ন করে দেন সবার থেকে।
বই পড়েন বিল গেটস:
মাইক্রোসফটের অভিভাবক বিল গেটস প্রতিরাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে আগে এক ঘন্টা বই পড়েন। রাজনীতি থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন বিষয়ের ওপরে লেখা সব বই-ই পড়ে থাকেন তিনি। জ্ঞানার্জনের পাশাপাশি বই স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে আর মানসিক চাপকেও দূর করে দেয় বলে মনে করেন তিনি।
পরের দিনের পরিকল্পনা করেন ক্যানেথ চ্যানাল্ট:
আমেরিকান এক্সপ্রেসের সিইও ঘুমোতে যাওয়ার আগে পরের দিনের কাজ আর সেগুলোর পরিকল্পনাটা সেরে নেন। এতে তিনি বেশ ভালো ফল পাচ্ছেন বলে অভিমত ব্যক্ত করেছেন।
অপরাহ উইনফ্রে
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি ব্যাক্তিত্ব অপরাহ উইনফ্রে ঘুমোতে যাওয়ার আগে যোগব্যায়াম বা মেডিটেশন করেন। এটা তাকে খানিকটা স্বস্তি পেতে সাহায্য করে।