বার্তা৭১ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের পুকুরে পড়ে মেহফুজ হায়দার রাহি (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার মতি মিয়ার ছেলে রাহি। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
রাহির সহপাঠী রেজওয়ান হাসান জানান, ফজলুল হক হলের ৪০১৩ রুমে থাকত রাহি। বৃহস্পতিবার তাদের হলে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তারা হল এলাকায় আল্পনা আঁকার কাজ করছিল। আল্পনা শেষে রাহি পুকুরে গোসল করতে নামে। পুকুরপাড়ের সিঁড়ি পিচ্ছিল থাকায় রাহি সেখান থেকে সিটকে পড়ে পুকুরের পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পৌনে ছয়টার দিকে রাহির মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।