ঢাকা : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা।
‘কিছু সমস্যা’ আছে মন্তব্য করে বলেছেন, এটা রাজনৈতিক ভাবেই সমাধান করতে হবে। দুই দিনের ঢাকা সফরের শেষ মূহুর্তে আজ দুপুরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি দুর্নীতি দমনের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করে বলেন, এদেশে জাপানের বিনিয়োগের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার দেখতে চান জাপানের করদাতারা। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে এদেশে জাপানি বিনিয়োগ বাড়ছে না বলেও এদিন তিনি ফের মন্তব্য করেন।
তবে বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগের সমূহ সম্ভাবনা আছে বলে তিনি মত প্রকাশ করেন। পদ্মা সেতুতে অর্থায়ন প্রসঙ্গে জাপানের উপ প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে আগে বিষয়টি সমাধান করতে হবে।
প্রয়োজনে আমরাও বিশ্বব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। মেট্রোরেলে অর্থায়নে জাপানের বিবেচনার কথা থাকার বিষয়টি এসময় সাংবাদিকদের জানান। বিমানবন্দরে জাপানের উপ প্রধানমন্ত্রীকে বিদায় জানান খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।