বার্তা৭১ ডটকমঃ প্রায় আড়াই মাস পর স্বামী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ।
এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোনের স্বামী মাহবুবুল কবির ও বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি।
সোমবার রাত সোয়া ৮টার দিকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
নিখোঁজের দীর্ঘ দুই মাস পর গত ১২ মে ভারতের শিলংয়ে হাত-পা বেঁধে ছেড়ে দেয় অপহরণকারীরা। কিন্তু ভারতের ভিসা না পাওয়ার কারণে তিনি স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
গত রোববার বিকালে ভিসা পেয়ে রাতেই ঢাকা ছাড়েন হাসিনা আহমেদ। ওই দিন রাত ৯টা ৫০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের কলকাতার উদ্দেশে রওনা দেন।
এরপর বেলা ১২টার জেট এয়ারওয়েজের ফ্লাইটে তিনি গোহাটি আসেন। সেখান থেকে বাইরোডে শিলং এসে পৌঁছান। শিলং এসে স্বামীর সঙ্গে দেখা করতে এসপির অনুমতি নেন। অনুমতি নিয়ে তিনি হাসপাতালে দেখা করেন।