বার্তা৭১ ডটকমঃ ঢাকার কেরাণীগঞ্জে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এসময় আরও পাঁচজনকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়েছে।
সোমবার রাতে রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের নাম সোহাগ। ২৮ বছর বয়সী এই তরুণ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দক্ষিণ মেদেনিমণ্ডল গ্রামের রহিতের ছেলে। নিহত আরেকজন বা আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান জানান, একদল ডাকাত রসুলপুর এলাকা দিয়ে মানিকগঞ্জের সিংগাইর যাচ্ছিল ডাকাতি করতে। এ সময় এলাকাবাসী টের পেলে এলাকাবাসী সাত ডাকাতকে ধরে ফেলে এবং পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।