বার্তা৭১ ডটকমঃ আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচন। এবারের এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে ২০১৫-১৭ সালের জন্য এসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও এসোসিয়েশন থেকে আরো ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জন নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে। এফবিসিসিআই সূত্রে জানা গেছে, এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্ব›িদ্বতা করছে। প্যানেলগুলো হলো নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেম হোসাইন ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ।
সূত্র জানায়, প্রতিটি প্যানেলে ‘চেম্বার গ্রুপ’ ও ‘এসোসিয়েশন গ্রুপ’ নামে ব্যবসায়ীদের দুটি অংশ থাকে। তবে এবারের নির্বাচনে শুধু উন্নয়ন পরিষদ প্যানেলে দুটি গ্রুপ থাকলেও অন্য দুই প্যানেলে রয়েছে একটি করে গ্রুপ। এদের মধ্যে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেলে রয়েছে শুধু ‘চেম্বার গ্রুপ’ আর ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলে রয়েছে ‘এসোসিয়েশন গ্রুপ’।
মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদের প্যানেলে চেম্বার গ্রুপ থেকে মনোনীত প্রার্থীরা হলেন মো. বজলুর রহমান, প্রবীর কুমার সাহা, হাসিনা নেওয়াজ, এ কে এম সাহিদ রেজা, নাগিবুল ইসলাম দিপু, শেখ ফজলে ফাহিম, মো. হেলাল উদ্দিন চৌধুরী, আমিনুল হক শামীম, মো. আবুল খায়ের মুরসালিন পারভেজ, মাহবুবুর রহমান খান, গাজী গোলাম আসরিয়া, নূরুল হুদা মুকুট, মো. নিজাম উদ্দিন, দীলিপ কুমার আগরওয়াল, আনোয়ার সাদত সরকার ও রেজাউল করিম রেজনু।
এসোসিয়েশন গ্রুপ থেকে উন্নয়ন পরিষদের প্রার্থীরা হলেন মো. হেলাল উদ্দিন, আবু মোতালেব, মো. সফিকুল ইসলাম ভরসা, মো. আবু নাসের, মো. নিজাম উদ্দিন রাজেস, রাব্বানী জব্বার, শোয়েব চৌধুরী, মো. মুনতাকিম আশরাফ, হারুন-অর রশিদ, মো. হাবিবুল্লাহ ডন, এস এম জাহাঙ্গীর হোসেন, এনায়েত হোসেন চৌধুরী, কে এম আকতারুজ্জামান, মো. আমীন হেলালী, শামীম আহসান ও আবদুর রাজ্জাক।
স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ : এই প্যানেলে মনোয়ারা হাকিম আলীর চেম্বার গ্রুপের প্রার্থীরা হলেন চট্টগ্রাম উইমেন চেম্বার থেকে মনোয়ারা হাকিম আলী, আবুল কাশেম আহমেদ, লক্ষীপুর চেম্বারের দেওয়ান সুলতান আহমেদ, বিজয় কুমার কেজরিওয়াল, মোহাম্মদ কোহিনুর ইসলাম, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ মাসুদ, হাসিন আহমেদ, মো. আমিনুল বারী, মোহাম্মদ হাসানুজ্জামান, মাসুদ পারভেজ খান (ইমরান), তানজিল আহমেদ, হুমায়ূন রশিদ খান পাঠান, মোহাম্মদ আবুল ওয়াহেদ সরকার, আঞ্জুমান সালাউদ্দিন ও রেজা শাহ ফারুক।
ব্যবসায়ী ঐক্য পরিষদ : এই পরিষদের এসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা হলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ড. কাজী এরতেজা হাসান, শাফকাত হায়দার চৌধুরী, খন্দকার রুহুল আমিন, মো. মিজানুর রহমান বাবুল, মো. জামিউল আহম্মেদ, মো. আলি জামান, ব্যারিস্টার জাকির আহাম্মদ, আবুল আয়েস খান, হাজি মোয়াজ্জেম হোসেন, মো. আসলাম আলী, এমজিআর নাসির মজুমদার, তাহের আহম্মেদ সিদ্দিক, মো. ইব্রাহিম, মোহাম্মদ উল্লাহ পলাশ ও মাহমুদা মুস্তাকিম রুবি।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী আজ পরিচালক নির্বাচনের পর ২৫ মে সভাপতিসহ একজন সিনিয়র সহসভাপতি ও একজন সহসভাপতি পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন। নির্বাচনে চেম্বার ও এসোসিয়েশন গ্রুপের মোট ২ হাজার ১৯৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে দেশের ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন ও ৩৫৫টি এসোসিয়েশন থেকে ১ হাজার ৭৬৩ জন ভোটার রয়েছেন।