বার্তা৭১ ডটকমঃ মালয়েশিয়ার পর এবার সমুদ্রপথ পাড়ি দিয়ে নিউজিল্যান্ড যাওয়ার পথে ১০ বাংলাদেশি আটক হয়েছেন। জানা গেছে, জাকার্তা থেকে নৌকায় চড়ে নিউজিল্যান্ড যাওয়ার চেষ্টা করেছিলেন ৬৫ জনের একটি দল। অস্ট্রেলিয়ার নৌবাহিনী নৌকাটি ইন্দোনেশিয়ায় ফেরত পাঠিয়ে দেয়। ওই ৬৫ জনের মধ্যে দশ জন বাংলাদেশি রয়েছেন বলে গণমাধ্যমের খবরে প্রকাশ।
উদ্ধার হওয়া বাংলাদেশি নাজমুল হাসান জানিয়েছেন, নিউজিল্যান্ডে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হওয়ার উদ্দেশে তারা এই বিপজ্জনক পথ বেছে নিয়েছিলেন। নিউজিল্যান্ড সরকার শরণার্থীদের অনেক সাহায্য সহযোগিতা দেয় এ রকম খবর পেয়েই তারা সেদেশে পাড়ি জমাতে চেষ্টা করেছিলেন।
এর আগে নাজমুল হাসান বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন সাগর পথে। চট্টগ্রামে থেকে প্রথমে থাইল্যান্ড, তারপর মালয়েশিয়া এবং সবশেষে তারা গিয়ে পৌঁছান ইন্দোনেশিয়ায়। ওই পথ পাড়ি দিতে তাদের তিন মাসের মতো সময় লেগেছিল।
নাজমুল হাসান জানান, ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর তারা জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার আশ্রয়ে ছিলেন এবং ইন্দোনেশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন। জাকার্তা থেকে সমুদ্রপথে রওনা দেয়ার ১৮ দিন পর অস্ট্রেলিয়ার নৌবাহিনী তাদেরকে উদ্ধার করে। তিনি জানান, আমরা আন্তর্জাতিক পথ দিয়ে যাচ্ছিলাম বলে তারা আমাদেরকে গ্রেফতার করতে পারেনি।
বর্তমানে উদ্ধার হওয়া ৬৫ জন ইন্দোনেশিয়া এবং তিমুর সীমান্তের কাছে কোপাং দ্বীপে জাতিসংঘ শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে রয়েছেন।