বার্তা৭১ ডটকমঃ প্রায় চার বছর পর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন।। আগামীকাল বৃহস্পতিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনের সাবেক সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আর শেষ মুহূর্তে কমিটির শীর্ষ পদে স্থান পেতে প্রার্থীদের জোরালো লবিং, তদবির আর নেতাকর্মীদের নিয়ে মহড়ায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ পদগুলোয় স্থান পেতে আজ বুধবার শেষ দিন পর্যন্ত ১৯০ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে জানা গেছে। তবে অন্যবারের মতো এবারো দু’টি বিশেষ অঞ্চলের প্রার্থীদেরই শীর্ষ পদ দু’টি পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।
সম্ভাব্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যার অপর দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি এনায়েত হোসেন রেজা ও নিলাদ্রী পাই পলাশ। আজ বুধবার শেষ দিনের মতো তারা ডাকসু ভবনে বসে সম্ভাব্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। জীবন বৃত্তান্তে এসএসসি, এইচএসসিসহ শিক্ষা জীবনে সকল সনদপত্র, ছাত্রলীগের অতীত ও বর্তমান পদ এবং কাঙ্ক্ষিত পদের কথা উল্লেখ করা আছে।
সম্ভাব্য পদপ্রত্যাশী যারা : জীবনবৃত্তান্ত সংগ্রহে গঠিত কমিটির দেয়া তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ১৯০ জন নেতা তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। শীর্ষ পদগুলো পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি এনায়েত হোসেন রেজা, বঙ্গবন্ধু হলের সভাপতি দারুস সালাম শাকিল, ঢাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইন্দ্রনীল দেব শর্মা (রনি), ফারুক হোসেন ও খায়ের চৌধুরী; ঢাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ ও হান্নান হোসেন তালুকদার; ঢাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সবুজ, আদিত্য নন্দী, আসাদুজ্জামান শিকদার ও আবুল হাসান রুবেল; ঢাবি শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক অসীম বৈদ্য; হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মাকসুদ রানা মিঠু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান; জগন্নাথ হল শাখার সভাপতি সুপ্রিয় কুন্ডু রাজেশ ও সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস; সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসাইন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজন; কবি জসিম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক বিএম এহতেশাম; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার সভাপতি আবু সলমান প্রধান শাওন ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স; সার্জেন্ট জহরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি রিফাত জামান ও সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান জয়; স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন; অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রাকিব; শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি নীশিতা ইকবাল নদী ও সাধারণ সম্পাদক রওশন আরা নিতুল প্রমুখ।