বার্তা৭১ ডটকমঃ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের প্লেইনভিল শহরের একটি বহুতল ভবনের ছাদে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিন জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় পাইলটসহ প্লেলেন তিন আরোহীর সবার মৃত্যু হলেও বাড়িটির কোনো বাসিন্দা হতাহত হননি বলে জানিয়েছে শহরটির পুলিশ কর্মকর্তা ডেভিড প্রোকোপিও।
এভিয়েশন কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘পিস্টন-পাওয়ারচালিত বিচক্রাফট বিই৩৬ প্লেনটি, ২৫ ব্রাইডাল পাথ এলাকার বড়িটির ওপর যখন বিধ্বস্ত হয় তখন ঘড়িতে সময় বিকাল পৌনে ছয়টা।
বিমানটি বাড়ির ছাদের উপর আছড়ে পড়ার পরপরই বাড়িটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উল্লেখ্য, চার সদস্যের ওই পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান বসবাস করেন।