বার্তা৭১ ডটকমঃ নির্ধারিত সময়ের তিন দিন পর রোববার মধ্যরাতে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের মেধা তালিকা কাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। রাত ১২টা ৪০ মিনিটে বুয়েটে এক সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথম দফায় যাদের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ জনকে মনোনীত করা হয়েছে। সাব কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, ২৯ ও ৩০শে জুন এবং ১ ও ২রা জুলাই শিক্ষার্থীরা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। পূর্বনির্ধারিত ১লা জুলাই থেকেই ক্লাস শুরু হবে।
ভর্তির মেধা তালিকা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হবে।