বার্তা৭১ ডটকমঃ রাজধানী ঢাকার রায়েরবাগ কদমতলী এলাকায় মো. আবু জাফর নামে এক মুদি দোকানদারকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত জাফর ওই এলাকার ‘বি’ ব্লকের মো. হানিফ মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী নূর জাহান জানান, বি ব্লকের সাততলা বাড়ির তৃতীয় তলায় নিজ বাসায় থাকতেন জাফর। বাসার সামনে ‘নুসরাত জেনারেল স্টোর’ নামে তার একটি মুদি দোকান রয়েছে। ভোরে ভাড়াটিয়ারা জাফরকে তৃতীয় তলার সিঁড়িতে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সেখানে আজ সকাল পৌনে আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে (জাফর) মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, জাফরের গলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। কেন বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা অস্পষ্ট। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক।