বিনোদন : যৌন হয়রানির শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। একবার নয়, বেশ কয়েকবার যৌন হয়রানির স্বীকার হয়েছেন তিনি।
এরকম পর পর বেশ কয়েকটি ঘটনার শিকার হয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু আইন তাকে সাহায্য করছে না।
অপরাধীদের হাত বেশ লম্বা হওয়ায় বিষয়টির কূলকিনারাই করতে পারছেন না চিত্রাঙ্গদা। এমনই যৌন হয়রানির শিকার এক তরুণীর চরিত্রে সমপ্রতি অভিনয় করলেন চিত্রাঙ্গদা।
সুধীর মিশরা পরিচালিত এই ছবিতে চিত্রাঙ্গদাকে ভিন্নধর্মী একটি ভূমিকায় দর্শকরা দেখতে পাবেন। ছবিতে অর্জুন রামপালের বিপরীতে অভিনয় করছেন তিনি।
ইতিমধ্যে ‘সরি ভাই’, ‘ইয়ে সালি জিন্দেগি’ এবং ‘দেশী বয়েজ’ ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। কিন্তু এর মধ্যে কোনটিতেই অভিনেত্রী হিসেবে তেমন একটা সাফল্য অর্জন করতে পারেননি।
তবে ‘দেশী বয়েজ’ ছবির গানগুলোতে অসাধারণ পারফরমেন্সের কারণে পরিচালকদের নজরে চলে আসেন তিনি। বর্তমানে সুধীর মিশরা পরিচালিত নতুন ছবিটি ছাড়াও ‘আই মি অউর ম্যায়’ নামক একটি ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন তিনি।
তবে পর পর তিনটি ছবিতে ভাল সাফল্য অর্জন করতে না পারায় অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরতে উঠে পড়ে লেগেছেন চিত্রাঙ্গদা। আর সে ক্ষেত্রে সুধীর মিশরা পরিচালিত ছবিকেই নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে মানছেন তিনি।
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে চিত্রাঙ্গদা বলেন, সুধীর মিশরা পরিচালিত এ ছবিটি সত্যিই আমার জন্য চ্যালেঞ্জের। এরকম চরিত্রে আসলে সবাই সুযোগ পায় না।
সে ক্ষেত্রে আমি বেশ ভাগ্যবান। ছবিতে আমি যৌন হয়রানির শিকার এক তরুণীর ভূমিকায় অভিনয় করছি। সচরাচর আমাদের সমাজে এরকম অনেক তরুণীই যৌন হয়রানির শিকার হচ্ছে। কিন্তু তারা আইনের সহায়তাও পাচ্ছে না।
সেই রকম বাস্তব কাহিনী নিয়েই ছবিটি নির্মিত হয়েছে। আমি মনে করি ছবিটি আমার ক্যারিয়ারে মাইলফলক হিসেবে কাজ করবে।