বার্তা৭১ ডটকমঃ সাউথ আফ্রিকা সিরিজে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে থাকছেন না খালেদ মাহমুদ। স্বল্প মেয়াদে প্রতি সিরিজের আগে তার সাথে বিসিবি যে চুক্তি করছে সেটা তার পছন্দ নয়। তিনি চান বিসিবির সাথে দীর্ঘমেয়াদী কোন চুক্তিতে যেতে।
টাইগার স্কোয়াডকে এক সাথে করে রাখার পেছনে অধিনায়ক ও কোচের পাশাপাশি যাকে অন্যতম কৃতিত্ব দেয়া হয় তিনি ম্যানেজার খালেদ মাহমুদ। সাবেক অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেয়ার পাশাপাশি দলের সদস্যদের কাছে অত্যন্ত কাছের মানুষ হিসেবে বিবেচিত মাহমুদ।
তবে সাউথ আফ্রিকা সিরিজেই তিনি আর দলের দায়িত্বে থাকতে চান না। কারণ হিসেবে মাহমুদ জানালেন বিসিবির সাথে তার স্বল্প মেয়াদে চুক্তির কথা। প্রতি সিরিজের আগে চুক্তি করে কাজ করাতে, টাইগার ক্রিকেট নিয়ে তার পরিকল্পনা ব্যহত হচ্ছে এমনটাই মনে করেন তিনি।
পারিবারিক কারণ দেখিয়ে ভারত সিরিজের আগে জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে পদত্যাগ করেছিলেন নিয়েছিলেন খালেদ মাহমুদ। বিসিবির সাথে সমঝতায় পরে তা প্রত্যাহার করে নেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ-ভারত সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি। তবে স্বল্প মেয়াদে আর দায়িত্ব নিতে ইচ্ছুক নন এই সাবেক অধিনায়ক।