ঢাকা : আগামী সপ্তাহে দেশে ফিরছেন কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। তবে তার এ ফেরা মাত্র ২ সপ্তাহের জন্য। এসময় বাংলাদেশে থেকে আবারও চিকিৎসার জন্য নিউইয়র্ক যাবেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার হুমায়ূন আহমেদের এমআরআই সম্পন্ন হয়েছে।
৭ই মে রিপোর্টা পাবেন। তার পরই তিনি দেশে আসবেন। আগামী সোমবার এমআরআই রিপোর্ট দেখে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তবে তারা আগে থেকেই বিকল্প হিসেবে দু’টি চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে রেখা হয়েছে।
যদি এমআরআই রিপোর্টে ক্লোন ক্যান্সারের নিরাময়ে অধিকতর উন্নতি লক্ষ্য করা যায়, তাহলে টিউমারটি অপসারণে তার শরীরে অস্ত্রোপচার করা হবে। তা-না হলে বিশেষ ধরনের কেমোথেরাপির ব্যবস্থা নেয়া হবে।
যা অতি আধুনিক এবং কেবল যুক্তরাষ্ট্রেই করা সম্ভব। তবে এসবের যাই করা হোক তার আগে দু’থেকে তিন সপ্তাহ বিরতি নেবেন চিকিৎসকরা। আর এই সময়ের মধ্যেই হুমায়ূন আহমেদ প্রিয় দেশ ঘুরে যেতে চান।