বার্তা৭১ ডটকমঃ রাজধানীর মিরপুর ১ নম্বরের শাহ আলীতে পানির রিজার্ভ ট্যাংক থেকে বৃষ্টি (২২) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহ আলী থানার গুদারাঘাট ব্লক-এইচ, রোড ৫/১, হাউজ-৬/৭ থেকে রবিবার দিনগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত বৃষ্টির স্বামী মো. মহিউদ্দিনকে আটক করেছে শাহ আলী সংশিষ্ট পুলিশ।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ জানান, তিনদিন আগে বৃষ্টিকে শ্বাসরোধে হত্যা করে পানির ট্যাংকে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে মরদেহে পচন ধরেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে আটক মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান এসআই আবদুল হামিদ।