বার্তা৭১ ডটকমঃ নিজদের দলটিকে বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে অভিহিত করেছেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও প্যারাগুয়ের বর্তমান কোচ র্যামন ডাইয়াজ। কোপা আমেরিকা ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে। তার আগে প্রতিপক্ষকে নিয়ে সমীহ’র সুর ডাইয়াজের কন্ঠে, ‘আর্জেন্টিনা জাতীয় দল বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল’।
কোপা আমেরিকা টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে প্যারাগুয়ে। সেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। তাই শেষ চারেও বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তির বিপক্ষে মাঠে নামতে হবে প্যারাগুয়েকে।
তবে এটি নিয়ে মোটেও চিন্তিত নন প্যারাগুয়ের কোচ ডাইয়াজ, ‘প্রতিপক্ষ কতটা শক্তিশালী এসব নিয়ে আমরা ভাবি না। ম্যাচে শুধুমাত্র আমাদের সেরা খেলাটাই খেলতে চাই। ব্রাজিলের বিপক্ষেও তাই করেছি। আর্জেন্টিনার বিপক্ষেও তাই করবো। যে কোন বড় দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে।’
প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি না ভাবলেও তাদেরকে নিয়ে আবার সমীহ করছেন ডাইয়াজ, যেমনটা করলেন আর্জেন্টিনাকে নিয়েও। সেমিফাইনালের ম্যাচের আগে আর্জেন্টিনার প্রশংসাও করলেন ডাইয়াজ, ‘দল হিসেবে আর্জেন্টিনা কেমন, তা আমরা এবং পুরো বিশ্ব বেশ ভালোই জানে। তারা খুবই ভালো ফুটবল খেলছে বর্তমানে। তাই আর্জেন্টিনা জাতীয় দল বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল। খেলোয়াড়, স্টাফ, ডাইরেক্টরদের কঠোর পরিশ্রমে বিশ্বের ভালো দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। ভবিষ্যতে বর্তমান দলটি আরও ভালো করবে।’