বার্তা৭১ ডটকমঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় হাজার স্মার্ট ওয়াচ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ দুপুরে এ গুলো জব্দ করা হয়। যার মুলৗ দেড় কোটি টাকা ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, বিমানবন্দরের এয়ার ফ্রেইড থেকে স্মার্ট ওয়াচগুলো জব্দ করা হয়। ধানমন্ডির টেলিপোর্ট বিডি নামে একটি প্রতিষ্ঠান মোবাইল ফোন সেট আনার ঘোষণা দিয়ে এই স্মার্ট ওয়াচগুলো আমদানি করে। এ জন্য ৮৮ লাখ টাকা শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করে প্রতিষ্ঠানটি । এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।