বার্তা৭১ ডটকমঃ অস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন দুই সন্ত্রাসীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটককৃতরা হলো- নূরা (২৫) এবং রাসেল (২৭)। বুধবার মধ্য রাতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের এসএমএসে এই আটকের কথা জানানো হয়।
এসএমএসের তথ্যমতে, আটককৃতরা সন্ত্রাসী শাহজাদা গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।