বার্তা৭১ ডটকমঃ চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেলের আড়ালে কোকেন আমদানির ঘটনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার তিন জনকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদা আলম রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আসামিরা হলেন- গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো (বাংলাদেশ) শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ এবং একটি ডেভলপার কোম্পানির কর্মকর্তা মোস্তফা কামাল।
এদের মধ্যে আতিকুর রহমান এবং এ কে আজাদকে ঢাকা থেকে এবং মোস্তফা কামালকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রেফতার দুই জনকে চট্টগ্রাম নিয়ে আসে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তিন আসামিকে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মুত্তাকিন মিনান তিন আসামিকে ১০ দিন করে রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আসামিদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল, আদালত ১০ দিন-ই মঞ্জুর করেছেন। এখন আসামিদের জিজ্ঞাসাবাদ করে কোকেন আমদানি, গন্তব্য ও এর নেপথ্যে জড়িতদের ব্যাপারে তথ্য উদ্ঘাটন করা হবে।
চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারের নবী মার্কেটের খান জাহান আলী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সোহেল নামের এক কর্মকর্তা মালিকের অগোচরে বলিভিয়া থেকে এক কনটেনার ভর্তি সানফ্লাওয়ার তেল আমদানি করে। কনটেইনারটি চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় থাকা অবস্থায় ঢাকা পুলিশ সদর দপ্তরের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা গোপন সূত্রে খবর পান বলিভিয়া থেকে আমদানি করা সানফ্লাওয়ার তেলের কন্টেইনারে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের তরল কোকেন রয়েছে। এই খবরের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে কনটেইনারটি আটকের নির্দেশ দেওয়া হলে ৮ জুন রাতে মহানগর পুলিশ ও চট্টগ্রাম বন্দরের শুল্ক গোয়েন্দারা কনটেনারটি (নং সিডিএইচইউ-৯১৪৫৭৬৯/১৯৩৮৪৪) আটক ও সিলগালা করে।
পরে কনটেইনারের তরল ভোজ্যতেল রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে পরীক্ষায় ১৮৫ লিটারের ড্রামে ভোজ্যতেলের সঙ্গে কোকেন থাকার সত্যতা নিশ্চিত করে রসায়নবিদরা। এই ঘটনায় এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম থেকে গ্রেফতার মূল আমদানিকারক খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা সোহেলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।