ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বুয়েটের শিক্ষকরা।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে তারা এ ঘোষণা দেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের ১২ জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যায়।
বৈঠক শেষে ব্রিফ করেন শিক্ষা সচিব এবং সমিতির সভাপতি প্রফেসর মুজিবুর রহমান।
প্রতিনিধি দলে ছিলেন- সমিতির সভাপতি প্রফেসর মুজিবুর রহমান, সহ-সভাপতি ড. মো. মাকসুদ হেলাল, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া, কোষাধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।
শিক্ষকদের আন্দোলনের কারণে বেশকিছু দিন ধরে বন্ধ রয়েছে বুয়েট। তাই ক্লাস চালুর দাবিতে আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা।
নিজেদের দাবি-দাওয়া আদায়ের নামে ক্লাস বন্ধ রেখে শিক্ষক নেতাদের কনসালটেন্সি (পরামর্শক) করে বেড়ানোর অভিযোগ স্মারকলিপিতে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৯৬২ সালে বুয়েট প্রতিষ্ঠার পর এটা ছিল শিক্ষকদের দ্বিতীয় লাগাতার ধর্মঘট। মাত্র চার মাস আগে চাকরির বয়স বৃদ্ধির দাবিতে হঠাৎ করেই ধর্মঘট ডাকেন শিক্ষক নেতারা। এর আগে বহুবার সমস্যা তৈরি হয়েছে। কিন্তু কখানোই শিক্ষার্থীদের সংকটের মুখে ফেলে কর্মসূচি পালন করেননি এখানকার শিক্ষকরা।