বার্তা৭১ ডটকমঃ বলিউড অভিনেতা শাহিদ কাপুরের বিয়ের কার্ড প্রকাশ করা হয়েছে। কার্ডের তারিখ অনুযায়ী, চলতি মাসের ৭ জুলাই দিল্লীর মেয়ে মিরা রাজপুতের সঙ্গে সাত পাকের বন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা।
ওইদিন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহিদের মা অভিনেত্রী নীলিমা আজিম। সৎ মা সুপ্রিয়া পাঠক এবং বন্দনা সানজানি। শাহিদের মা নীলিমার সঙ্গে বিচ্ছেদের পর বাবা পঙ্কজ কাপুর বিয়ে করেন অভিনেত্রী সুপ্রিয়া পাঠককে। আর বন্দনা হলেন- শাহিদের মা নীলিমার সাবেক স্বামী রাজেশ খাত্তারের বর্তমান স্ত্রী। থাকবেন সাবেক প্রেমিকারাও
এছাড়া সাবেক গার্লফ্রেন্ড অভিনেত্রী কারিনা কাপুর থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া-বিদ্যা বালানসহ বলিউডের জনপ্রিয় সব অভিনয় শিল্পীরা বিয়ের দাওয়াত দিয়েছেন শাহিদ।