বার্তা৭১ ডটকমঃ গাজী টেলিভিশন থেকে চাকরিচ্যুত সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের কথিত বান্ধবী েেমহেরুন বিনতে ফেরদৌস সিথিঁকে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট অমিত কুমার দের আদালতে হাজির হয়ে সিথিঁ জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করেন।
সিঁথি দাবি করেন মুকুলের সঙ্গে তার কোনই সম্পর্ক নাই। তার স্বামী রাজিউল আমিনের সঙ্গেই বসবাস করছেন। পরে আদালত বেলা ৩টার মধ্যে স্বামীকে কোর্টে এসে একথা জানিয়ে তাকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু পরে তার স্বামী রাজিউল আমিন আদালতে এলেও সিঁথিকে নিজের ঘরে ফিরিয়ে নিতে অসম্মতি জানান। এ অবস্থায় আদালত সিথিঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠান।
তবে এরও আগে আদালত রাজিউল আমিন ও সিথিঁকে বেশ ক’বার নিজেদের মধ্যে কথা বলে সমঝোতা করার সুয়োগ দেন। প্রতিবারই রাজিউল আমিন স্ত্রীকে ফিরিয়ে নিতে অস্বীকার করেন। এ সময় সিঁথি পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
উল্লেখ্য, সিঁথির সঙ্গে পরকিয়ায় জড়িয়ে স্ত্রী ও সাংবাদিক নাজনীন আক্তার তন্বির ওপর নির্যাতন করেন রকিবুল ইসলাম মুকুল। এতে তন্বি মামলা ঠুকে দিলে মুকুলকে আটক করা হয়।