বার্তা৭১ ডটকমঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলী থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টিরও বেশি রুটে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার ভোর থেকেই গাবতলী, কল্যাণপুর ছাড়াও বিভিন্ন স্থানে বাস কাউন্টারগুলোয় যাত্রীদের লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।
রাজধানীর গাবতলী বাস টার্মিনালের ঈগল পরিবহণের কাউন্টার মাস্টার মোহাম্মদ বশির হোসেন বলেন, ‘এবারের ঈদ উপলক্ষে বাসের পর্যাপ্ত টিকিট রয়েছে, আমরা আসা করছি সবাই টিকিট পাবে। ঈদের আগের দিন পর্যন্ত এ টিকিট পাওয়া যাবে।’
তিনি আরো জানান, যাত্রীরা ১৫ ও ১৬ তারিখের টিকিট বেশি নিচ্ছে। কারণ ওই দিন থেকেই ঈদের ছুটি শুরু হবে।
এর আগে গত ৩০ জুন বাস মালিকরা এক বৈঠকে ৩ জুলাই থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়। গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে পরিবহণ সার্ভিসগুলো এ টিকিট বিক্রি করবে।