বার্তা৭১ ডটকমঃ ইউরোজোনের সঙ্গে আলোচনায় গতি আনতে নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছে গ্রিস সরকার। পদত্যাগ করা অর্থমন্ত্রী ভারুফাকিসের স্থলাভিষিক্ত হলেন ইউক্লিড সাকালোতস।
এর আগে সোমবার সকালে এক বিবৃতিতে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অর্থনীতিবিদ ভারুফাকিস। দাতাদের কাছ থেকে কঠোর শর্তে ঋণ সহায়তার (বেইল আউট) বিষয়ে গণভোটে ‘না’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালান ভারুফাকিস।
৫৫ বছর বয়সী নতুন অর্থমন্ত্রী সাকালোতস প্রধান অর্থনৈতিক মুখপাত্র এবং সিপ্রাস সরকারের কার্যকরী ছায়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০১২ সাল থেকে গ্রিস পার্লামেন্টের সদস্য হলেও রাজনীতি থেকে অ্যাকাডেমিক ক্ষেত্রেই বেশি চলাফেরা করেছেন এথেন্স ইউনিভার্সিটি অফ ইকোনোমিক্সের এই অধ্যাপক। গ্রিক কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ইয়ানিস তুর্নানারাসের সঙ্গে সহ-লেখক হিসেবে বইও লিখেছেন সাকালতস।
খবর বাসসের।