বার্তা৭১ ডটকমঃ সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সচিবকে এ সংক্রান্ত নির্দেশনা দেন।
জানা যায়, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তবে সৈয়দ আশরাফ আপাতত দফতরবিহীন মন্ত্রী থাকছেন।
সৈয়দ আশরাফুল ইসলামকে দ্বিতীয় মেয়াদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।